পাতা:চিকিৎসাসার.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ করে ; কখন নিশ্বাস জোরে চলে, কখন শ্লেষ্মা নির্গত হয়। উপায় । ধুতুরার শুষ্ক পাতা চূর্ণ ৫ রতিকে এক ছিলিম তামাকের সহিত মিশ্ৰিত করিয়া তাহার ধূম খাইবে, ঐ অনুসারে আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ তিন ছিলিম হিসাবে খাইবে। আর এই রোগ যদি স্যাৎ অতিশয় বৃদ্ধি পায়, তবে উক্ত চূর্ণ ৫ রতি হইতে ক্রমে ১৫ রতি পর্য্যন্ত বাড়াইতে পারে। অন্য উপায় । এপকেক . . . . . . . . . . ة هلا}f s ङ्क्रूि • * * * * * * * с ё এই দুই দ্রব্যকে একত্র মিশিত করিয়া ২০ টী বটিকা করিয়া আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ দিবসের মধ্যে পাচ বারেতে পাচটী বটিকা দুই ২ কিম্বা তিন ২ ঘণ্টান্তর খাওয়াইবে । ক্ষয়কাসের বিবরণ । লক্ষণ । বক্ষঃস্থলের এক দিগে কিম্বা দুই দিগে বেদনা হয় ও কাসি হয়। প্রথমে শুস্ক কাসি হয়, পরে কাসিৰার সময় শ্লেষার সহিত রক্ত উঠে, আর নিশ্বাস