এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
У е е সোডা কিম্বা চুণের জল খাওয়াইলে সে বিকার নষ্ট হয় । অন্য উপায় । রেউচিনি . . . . . . . . . . ৬ মাষা হিরাকস . . . . . . . . . . . . ২ ঐ কালে লবণ . . . . . . . . . . ২ ঐ এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ২০ কড়িট বটিকা করিয়া প্রথম দিবস সন্ধ্যার সময়ে একটী, এবং পর দিবস সন্ধ্যার সময়ে একটী, এই প্রকারে আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ খাওয়াইবে । ওলাউঠা রোগ। চিহ্ন । প্রথমে ভেদ হয়, পরে বমি হয়, পুনঃ ২ জলের ন্যায় অধিক ভেদ ও বমি হয়, পিপাসা হয়, আর প্রায় দুই তিন ঘণ্টার মধ্যে শরীর দুৰ্ব্বল হয়, হাত পা সকল থেচিয়া ধরে, চক্ষু বসিয়া যায়, এবং নাড়ী পাওয়া যায় না। কারণ । প্রথম । বিশেষৰূপে জানিতে পারা যায় না, বোধ হয় যে বড় গীন্ম, ও মন্দ বাতাসের নিমিত্তে এবং বড় রৌদ্রের সময় অধিক হয়, কিন্তু মেঘ উঠিয়া