পাতা:চিকিৎসাসার.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X • 8 এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া অষ্টট বটিক করিয়া প্রথমে একটা খাওয়াইবে, পুনরায় দুই ঘণ্টা পরে আর এক বটিকা খাওয়াইবে। তাহাতে যদি স্যাৎ উক্ত ব্যাধি বন্দ না হয়, তবে পুনরায় দুই ঘণ্টা পরে আর এক বটিকা খাওয়াইবে । জল অধিক খাইতে দিবে না। আর হাতে এবং পায়েতে গরম তৈল মাখাইবে, যেন শরীর সর্বদা গরম থাকে। উক্ত রোগ বন্দ হইলে পরে তিন চারি দিবস পর্য্যন্ত অলপ ২ আহার করিতে হয়। উক্ত রোগের ঔষধ খাওয়াইলে পরে, সরিষা আন্দাজ এক পোয়াকে উত্তম ৰূপে চূর্ণ করিয়া গরম জলেতে মিশাইয়া গাঢ় করিয়া কাপড়ের উপরে এক অঙ্গুলিপুরু লেপন করিয়া পেটের উপরে বসাইবে। হস্ত পদ থেচ ধরিলে কাপড়কে গরম জলে ভিজাইয় তাহাতে বান্ধিবে ; আর ইট অথবা পাথর গরম করিয়া সহ্যানুসারে তাহাতে বসাইবে ; অথবা বালি গরম করিয়া কাপড়েতে বান্ধিয়া সেই ব্যক্তির শরীরের স্থানে ২ সহানুসারে লাগাইয়া দিবে, যেন তাহার শরীর শীতল না হয়, অর্থাৎ সৰ্ব্বদা গরম থাকে । অন্য উপায় । কপুরের আরক পাচ ফোটার হিসাবে দশ ২ মিনি টান্তর কিঞ্চিৎ ২ শীতল জলের সহিত খাওয়াইবে।