পাতা:চিকিৎসাসার.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У e করিয়া সন্ধ্যার সময়ে এক ভাগ খাওয়াইবে ; পরদিবস প্রাতঃকালে রেউচিনি ৬ মাষাকে চূর্ণ করিয়া কিঞ্চিৎ মাথ গুড় তাহাতে মিশাইয়া খাওয়াইবে । এই প্রকারে প্রত্যহ করিবে । অন্য উপায় । আফিম . . . . . . . . . . . ৪ রতি কিছু • • • • • . . . . . . . . 8 લે এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া আটটী বটিকা তৈয়ার করিয়া অারণম হওন পর্য্যন্ত প্রত্যহ প্রাতঃকালে এবং সন্ধ্যার সময়ে একটী ২ খাও য়াইবে। অন্য উপায় । আফিম . . . . . . . . . . . . ৫ রতি খদির . . . . . . . . . . . . . . ৪ ঐ এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া কুড়িটা বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ তিন সন্ধ্যায় তিনটী ২ খাওয়াইবে। ঐ বটিকা খাওয়াইবার পূর্বদিবস প্রাতঃকালে ভেরেণ্ডার তৈল অৰ্দ্ধ ছটাক কিম্বা রেউচিনি এক মাষা খাওয়াইবে ; তাহার পর দিবস ঐ গুলি খাওয়াইবে। এই প্রকারে আরাম হওন পর্য্যন্ত এক দিবস ঐ বটিকা, অন্য দিবস ঐ তৈল প্রত্যহ খাওয়াইবে ।