পাতা:চিকিৎসাসার.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ এই দুই দ্রব্য একত্র সিদ্ধ করিয়া আন্দাজ অৰ্দ্ধ সের জল থাকিতে নামাইয়া সেই জল প্রত্যহ এক ছটাক ওজনে খাওয়াইবে, কালামিল খাওয়াইবাব পরে। অন্য ঔষধ । সালসা © - Q - e & e e * * >8 মাষা গুয়াইকম টাংচর . . . . . . & # . সাশীফাস তৈল . . . . . . ২০০ ফোট প্রথমে জ্যৈষ্ঠ মধু ও সালসা এই দুই দ্রব্য দুই সের জলেতে অলপ ক্ষণ পর্য্যন্ত সিদ্ধ করিয়া ছাকিয়া ফেলাইয়া ঐ জলেতে বাকি দুই দ্রব্য মিশ্ৰিত করিয়া প্রতি সন্ধ্যায় এক ছটাক ওজনে, প্রত্যহ দুই সন্ধ্যায় খাওয়াইবে। ইহাতে আরাম হইবে । প্রমেহ রোগ । চিহ্ন । ইন্দ্রিয়দ্বার দিয়া পুঁজের ন্যায় এক পদার্থ নিৰ্গত হয়, ও ইন্দ্রিয় জ্বালা করে ; এবং কটকট করে ; প্রস্রাব করিবার সময়ে জ্বালা করে, ও ফুলিয়া যায়, কখন বাকা হয় ।