পাতা:চিকিৎসাসার.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ই ৮ ঘণ্টায় ২ খাওঁয়াইবে, কিম্বা সোরা ৫ রতি ঘণ্টায় ২ খাওয়াইবে । এই সকল উপায়ের দ্বারা চব্বিশ ঘণ্টার মধ্যে যদি স্যাৎ প্রস্রাব না হয়, তবে শলা গলাইতে হইবে। আর কোন ২ লোকের ইন্দ্রিয় নলিতে গরমি রোগ হওন প্রযুক্ত ঘা হইয়া থাকে, তাহাতে শলা গলাইতে পারা যায় না ; এই নিমিত্তে তাহাদের গুহ্যদ্বার দিয়া ফোকনাতে অস্ত্র করিলে প্রত্ৰণৰ নিৰ্গত হয় । প্রস্রাব বদ্ধ হইলে চারি পাচ দিবস পর্য্যন্ত মনুষ্য জীবৎ থাকিতে পারে, কিন্তু তিন কিম্বা চারি দিবস হইলেই ফেঁণকনা পচিয়া যায় অথবা নষ্ট হয় ; তাহার পরে প্রস্রাব চলে। ইহার পরে এক কিম্বা দুই দিবসের মধ্যেই মনুষ্যের মৃত্যু হইতে পারে। বাগি হওনের বিবরণ । চিহ্ন । ছুই দিগের সন্ধিস্থান ফুলিয়া উঠে, বেদন হয় ; ঐ রোগ কখন এক দিগে কখন বা দুই দিগে হয় ; কখন ২ গরমি এবং বাগি এক সঙ্গে হয়, কখন কেবল বাগি হয় । - কারণ । এই রোগ যাহার হইয়া থাকে, তাহার সহিত সংসর্গ করিলেই হয় ।