পাতা:চিকিৎসাসার.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Ф. о পাগল কুকুর কামড়াইবার বিষয়। নানা প্রকার পশু পাগল হয়, তাহারা মনুষ্যের মন্দজনক হয়। বিশেষতঃ কুকুর, শৃগাল এবং বিড়াল, এই তিন পশু পাগল হইলে লোকদিগকে অতিশয় কামড়াইয়া থাকে। তাহার প্রতিকারের উপায় । প্রথম যে সময়ে কামড়াইবে, সেই সময়ে ঐ কণমড়া ঘায়েতে গরম লোহ বসাইয়া ঘা করাইবে, কিম্বা সেই আঘাতীয় মাংসকে ছেদন করিয়া ফেলাইবে, কিম্বা নীচের লিখিত ঔষধ দিবে নিসাদল • • • • • • • • • • • • ০ শুষ্ক কলিচুণ . . . . . . - o এই দুই দ্রব্য সমভাগেতে লইয়া একত্র মিশ্ৰিত করিয়া ঐ ঘায়েতে লাগাইবে। আর যদি স্যাৎ শরীরহইতে ঐ পশুর বিষের তেজ নির্গত না হয়, তবে ঐ তেজ ইস্তক পোনের দিবস নাগাইদ দুই বৎসর ইতোমধ্যে প্রকাশ হইতে পারে। চিহ্ন । গলার শির বেদনা করে, আহার করিতে পারে না,অণর জল পান করিবার কিম্বা দেখিবার সময়ে শির র্থেচিয়া ধরে এবং ছটফট করে, চক্ষু ও মুখ ভয়ানক দৃষ্ট হয়, নাড়ী শীঘ্ৰ চলে, এবং আলো দেখিয়া ভয়