এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
3 & 8 কারণ । পেট পরিষ্কার না হইলে ও দুর্জর দ্রব্যাদি আহার করিলে ঐ রোগের উৎপত্তি হয়। উপায় । প্রথমে পেট পরিষ্কার করিবার জন্য কালামিল মিশিত জোলাপ খাওয়াইবে, পরে অধঃস্থ উপায় করিবে । গাজা • • • • • • • • • • ১০ মাষা কণলামিল . . . . . . . . ২।০ রতি সাবান • • • • • • • • • • ১৷৷০ মাষা এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া পোনেরট বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ দুই সন্ধ্যায় দুইটা ২ খাওয়াইবে, ইহাতে আরাম হইতে পারিবে। আর ঐ রোগের সময়েতে বিদ্যুৎ যন্ত্রের দ্বারায় তাহার মস্তক চমকাইলে কখন ২ আরাম হইতে পারে। পেঁচুয়া রোগ। এই রোগ কেবল স্ত্রীলোকেরি হয়। চিহ্ন । অকারণ রোদন করে কিম্বা হাসে, কখন ২ রোদন এবং হাসি একি সঙ্গে হয়, কখন ভয় করিয়া প্রায় অচৈতন্য হইয় পড়ে।