এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
) లి( কারণ । স্ত্রীলোকদিগের গর্ভে এক প্রকার দাহ হইবাতে ঐ রোগ উৎপন্ন হয়। উপায় । প্রথমে জোলাপ দিয়া পেট পরিষ্কার করাইবে, পরে হিঙ্গু এক রতি ওজনে প্রত্যহ তিন সন্ধ্যা আরাম হওন পর্য্যন্ত খাওয়াইবে । হাম বিষয় । বাল্যকালে এই রোগ অধিক হয়। চিহ্ন । প্রথমে দুই তিন দিবস পর্যন্ত জ্বর হয়, পরে শরী রের উপরে সরিষার ন্যায় ক্ষুদ্র ২ ফোস্ক জন্মিয়া বাহির হয়, পরন্তু মুখে এবং বক্ষঃস্থলে অধিক হয়। কারণ । সে উড়ো রোগ । উপায়। এই রোগের নিমিত্তে বিশেষ কোন উপায় করিবার কোন প্রয়োজন নাই, কেবল পেট পরি স্কার করিবার আবশ্যক হয়; এই নিমিত্তে নিমুলিখিত উপায় করিবে । ভেরেণ্ডার তৈল খাওয়াইয়া উদর N 2