পাতা:চিকিৎসাসার.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حانه لا মেলা করিয়া তালুকার নীচে জিহার গোড়াতে পক্ষির পালকের দ্বারায় মন্দ২ চুলকাইবে; ইহা করিলে সে বমি করিবে । অার ডোবা লোককে জলহইতে উঠাইবার পরে সমন্নানুসারে কোন ২ লোক প্রায় দুই ঘণ্টা পৰ্যন্ত মৃত মনুষ্যের ন্যায় হইয়া পড়িয়া থাকে ; সেই সময়ে উক্ত উপায়সমূহ ক্রমে ২ করিলে সে ব্যক্তি ৰণচিতে পারে । আর ঐ সকল উপায় করিতে ২ যখন নিঃশ্বাস অপ২ চলিতে আরম্ভ হুইবে, সেই সময়ে নিশাদল চুর্ণ তাহার নাসিকার নিকটে ধরিলে সে ব্যক্তি শীঘ্ৰ শক্তি পাইবে, পরে প্রয়োজনানুসারে অন্য ২ উপায় করিৰে । ডুবা লোককে ছটফট করিবার সময়ে ধরিতে ভয় হয়, কিন্তু তাহাকে সেই সময়ে এমত শক্ত করিয়া ধরিবে, যে সে কোন মতে উপকারক ব্যক্তিকে ধরিতে না পারে। তিন কিম্বা চারি মিনিটের পরে যখন তাহার শক্তি হ্রাস হইবে, তখন তাহাকে ধরিতে আর কোন ভয় নাই। সেই সময়ে তাহাকে ধরিয়া তুলিয়া আনিবে, পরে বঁাচাইবার উপায় করিবে । সাতারিবার সময়ে ফুসফুসেতে নিঃশ্বাস সম্পূর্ণ ৰূপে ভৰ্ত্তি করিলে ডবিবার কোন ভয় থাকে না ; কিন্তু কেহ ২ ভয় প্রযুক্ত ফুসফুসহইতে নিঃশ্বাস বাহির করিয়া দেওয়াতে ভারী হইয়া ভুৰিয়া যায়।