এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>8३. কারণ । পেটেতে মল জমা হইয়া শক্ত হইবাতে ঐ রোগ উৎপন্ন হয় । উপায় । রেউ চিনি . . . . . . . . ১৷০ মাষা তাহাকে উত্তম ৰূপে চুর্ণ করিয়া কিঞ্চিৎ মাথ গুড় তাহাতে মিশাইয়া এক বারে ঐ ওজনে প্রত্যহ দুই সন্ধ্যায় দুই বার আরাম হওন পর্য্যন্ত খাওয়াইবে । - অন্য উপায় । বাহে বসিবার সময় জলশোচ করিবার পরে ফিটকিরি অথবা তুতিয়ার জল দিয়া ধৌত করিবে, এবং বেঁজি সকলকে ভিতরে প্রবেশ করাইয়া দিবে। জলোদরিরোগের বিবরণ। লক্ষণ । উদর ও হস্ত এবং পদ ফুলে, কখন ২ জ্বর হয়, পিপাসা হয়, এবং শরীর শুষ্ক হয়। আর ঐ ফুল টিপিলে প্রথমে বসিয়া যায়, তাহার চারি কিম্বা পাচ মিনিটের পরে পুনরায় সমান হয়। কারণ । শরীরের দুর্বলতার দ্বারা ও কখন ২ জ্বরের দ্বার্যক্ষ ঐ রোগ উৎপন্ন হয়।