পাতা:চিকিৎসাসার.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBS উপরে, মক্ষিক কামড়াইলে যে প্রকার ফুলিয়া উঠে, সেই প্রকার ফুসকুড়ির ন্যায় শরীরের উক্ত স্থান সকলেতে বাহির হয়, তাহাতে অঙ্গুলি বুলাইলে ক্ষুদ্র ২ ছিটাগুলির ন্যায় শক্ত বোধ হয়, তাহার চারি কিম্বা পাচ দিবস পরে ঐ ফুসকুড়ি ব্রণের ন্যায় বড় হয়, পরে তাহার উপরভাগ, অর্থাৎ মুখ, চেপ্টা হয়, এবং জলবৎ বস্তু কিঞ্চিৎ তাহার ভিতরে জমা হয় । ছয় কিম্বা সাত দিবসের পরে ঐ বস্তু পুঁজ হয়, আর প্রত্যেক ফোস্কার চতুদিগে লালবর্ণ চক্র হয়। এগারো কিম্বা বার দিবসের মধ্যে હવે পূজ শুষ্ক হইতে আরম্ভ হয়। তাহার তিন কিম্বা চারি দিবস পরে তাহার ছাল উঠিয়া যায় । কখন ২ বসন্ত মুখের উপরে অধিক হয় এবং মিলিয়া যায়। এ প্রকার হইলে জ্বরের এবং রোগের তেজ অধিক হয় । কারণ । সে স্পর্শক্রমিক রোগ, অর্থাৎ উড়ে পড়ে; এবং টীকা দিলেও হয় । উপায় । শরীরে ঐ জ্বর থাকন কালীন নিত্য জ্বরের উপায়ানুসারে উপায় করিবে, অর্থাৎ কোন প্রকার জোলাপ খাওয়াইয়া প্রত্যহ পেট পরিষ্কার করাইবে, ও জলবৎ আহার করাইবে, এবং ঠাণ্ড ο 3