পাতা:চিকিৎসাসার.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y & 8 এই চক্ষু উঠা রোগেতে যদিস্তাৎ চক্ষু অতিশয় রক্তবর্ণ হইয়া রক্তের নাড়ী দৃশ্ব হয়, তবে তাহা অর্থাৎ সেই নাড়ীকে সৰু স্থচের ন্যায় অস্কুশের দ্বারায় ধরিয়া অস্ত্র কিম্বা কাচির দ্বারায় ছেদন করিতে হয় । আর চক্ষুর পাতা যদিস্যাৎ ফুলিয়া থাকে, তবে উক্ত ঔষধাদি ব্যবহার করিবার পূৰ্ব্বে চক্ষুর পাতাকে উলটাইয়া ধরিয়া ছুরির দ্বারায় চারি পাচ স্থানেতে অলপ ২ চিরিয়া দিবে, যেমত কিঞ্চিৎ রক্ত তাহাহইতে নির্গত হইয় পড়ে। পাকাটীয়া অর্থাৎ চক্ষুর ছানির বিবরণ। চিহ্ন । চক্ষুর উপতারার উপরে প্রস্থচৰ্ম্মের উপর শুক্ল বর্ণ দৃশ্ব হয়। কোন ২ সময়ে ঐ তারার এক পাশ্বে, কখন বা তাহার চতুষ্পার্শ্বে ব্যাপ্ত হইয়া ঐ তারাকে সম্পূৰ্ণৰূপে লুক্কায়িত করিয়া রাখে। কারণ । চক্ষু দাহ হইলে অথবা চক্ষুতে কোন প্রকার আঘাত লাগিলে যদিস্যাৎ ক্ষত হইয়া থাকে, তবে ঐ ঘা শুষ্ক হওনের কিম্বা দাহ বন্ধ হওনের পরে ঐ তারার উপর প্রস্থচৰ্ম্ম মোটা হয়, ও সেই চৰ্ম্ম শুক্লবর্ণ দৃপ্ত হয়, তাহাতেই দৃষ্টির হ্রাসত হয়।