} (A & উপায় । লুনার কষ্টিক . . . . . . ৫ রতিকে অৰ্দ্ধ ছটাক জলেতে মিশ্ৰিত করিয়া পালকের দ্বারায় দিবসের মধ্যে চক্ষুতে দুই বার, এই প্রকারে আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ লাগাইবে । আর ঐ রোগ যদিস্যাৎ অম্প হইয়া থাকে, ও চক্ষুর দৃষ্টিকে অলপ মলিন করিয়া থাকে, তবে উক্ত ঔষধ দুই কিম্বা তিন মাস পর্য্যন্ত প্রত্যহ লাগাইলে আরাম হইতে পারবে । যদিস্যাৎ ছানি অতিশয় মোটা হইয়া চক্ষুর সমুদায় উপতারাকে আচ্ছন্ন করে, ও শুক্লবৰ্ণ দৃশু হয়, তবে অধঃস্থ উপায় করিতে হইবে । উপায় । রেড প্রিসিপিটেট . . . ২॥e রতি e শ্বেত ভূঁতিয়া о о e e o “e to e (t છે চৰ্ব্বি е че е е е в llo ছটাক এই কএক দ্রব্যকে একত্র উত্তমৰূপে মিশ্ৰিত করিয়া প্রত্যহ এক মটর আন্দাজে লইয়া চক্ষুর পাতার ভিতরে লাগাইবে, পরে ঐ ঔষধ যেন ভিতরে প্রবিষ্ট হইয়া চক্ষুর চতুদিগে লাগিয়া যায়, এই নিমিত্তে চক্ষুর উপরে হস্ত দিয়া তাহাকে মলিয়া দিবে। আর দুই মাস অবধি ছয় মাস পর্য্যন্ত
পাতা:চিকিৎসাসার.djvu/১৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।