পাতা:চিকিৎসাসার.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৫ ৩ ঐ ঔষধ এই প্রকারে প্রত্যহ লাগাইবে, ইহাতে ঐ রোগ নিবারণ হইবে। অন্য প্রকার ছানির বিবরণ । চিহ্ন । এই রোগ নানা প্রকারের আছে। যথা, প্রথমে চক্ষুর পুতুলার ভিতরে অল্প মলিন বোধ হয়, এবং তাহা বহু দিবসের হইলে চক্ষুর পুতুল শুক্লবৰ্ণ দৃশ্ব হয় । কিঞ্চিৎ শুক্লবৰ্ণ এবং তামবৰ্ণ, এই উভয় বর্ণ একত্র মিশ্রিত হইলে যে প্রকার বর্ণ দৃশ্ব হয়, সে প্রকার রঙ্গ চক্ষুতে দৃষ্ঠ হয়, এবং চিকনা বোধ হয় । চক্ষুতে ছানি পড়িলে পরে কেহ ২ কখন ২ অতি অলপ দেখিতে পায়, কণহারো বা সমুদয় দৃষ্টি রহিত হয়। কারণ । চক্ষুর ভিতরে ডিম্বের ন্যায় গোলাকৃতি এবং কাচের ন্যায় লেন্সযুক্ত যে বস্তু আছে, তাহার উপরের আচ্ছাদনি নিৰ্ম্মল চৰ্ম্মের উপর দাহ হইলে সেই চৰ্ম্ম মলিন ও মোট এবং শুকুবর্ণ হইয়া চক্ষুর দৃষ্টি তেজকে লুক্কায়িত করিয়া ঢাকিয়া রাখে। উপায় । এই রোগ আরম্ভ হইবার সময়েতে, অর্থাৎ যে সময়ে চক্ষুর দৃষ্টি তেজ অলপ মলিন হয়, সেই