পাতা:চিকিৎসাসার.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΣΦΕν একি প্রকারে স্থির হইয়া থাকে, এই নিমিত্তে রাত্রিযোগে দৃষ্টি হয় না, যেহেতুক রাত্রিযোগে দৃষ্টি করিবার নিমিত্তে যত আলো চক্ষুর ভিতরে প্রবেশ হওয়া আবশ্বক, তত আলো চক্ষুর ভিতরে প্রবেশ হইতে পারে না। উপায় । ঐ রোগের উপায় অধিক জানিতে পারা যায় না; কখন ২ আপনি আরাম হয়, কখন বা সামান্য ঔষধ ব্যবহার করিলে আরাম হয়। ঔষধ । * কালামিল • • • • • • • • ৩ রতি, কিম্বা পারার চুর্ণ • • • • • • • • > भTोषी ছয় ভাগ করিয়া এক দিবসশস্তর এক ভাগ খাওয়াইবে, আর যে দিবস ঐ ঔষধ ব্যবহার করিবে, সেই দিবসহইতে প্রত্যহ লুনার কষ্টিকের জল কজল লাগাইবার ন্যায় করিয়া চক্ষুর পাতাতে লাগাইবে। ঘোলা পড়ন । (SтлгнуцомA) চিহ্ন । চক্ষুর (cornea) অর্থাৎ কণল ভাগ ফুলিয়া खेह?; ঐ ফুলা কখন ২ পাতার ভিতরে থাকে, কখন বা আত্যন্তিক ফুলিয়া উঠিয়া পাতার বাহিরে পড়ে।