১৬৩ পঞ্চ কিম্বা ষষ্ঠ বৎসর বয়ঃক্রম হইয়া থাকে, তবে তিন গুণ ওজনে খাওয়াইবে। যদিস্তাৎ অষ্ট কিম্বা দশ বৎসর বয়ঃক্রম হইয়া থাকে, তবে চারি গুণ ওজনে খাওয়াইবে । জরের বিবরণ । চিহ্ন । শরীরের চৰ্ম্ম গরম হয়, ঘাম নির্গত হয় না, নাড়ী শীঘ্ৰ চলে, চক্ষু লালবর্ণ হয়, জিহা শুক্লবৰ্ণ হয়, এবং শরীর ঘণ্ডট করে । উপায় । পারার চুর্ণ . . . . . . . . . . ৩ রতি ইহাতে কিঞ্চিৎ মাথগুড় মিশিত করিয়া খাওয়াইবে। তাহার দুই ঘণ্টা পরে অৰ্দ্ধ তোলা ভেরেণ্ডার তৈল খাওয়াইবে, পরে গণমলাতে গরম জল রাখিয়া ঐ ‘বালককে সেই গামলাতে বসাইয়। স্নান করাইয়। দিবে। আর ইহাতে যদিস্যাৎ এক দিবসের মধ্যে আরাম না হয়, তবে পরদিবস পুনরায় ঐ ঔষধ সেবন করাইবে। আর জ্বর কিঞ্চিৎ ত্যাগ হইলে পরে প্রত্যহ অৰ্দ্ধ রতি ওজনে কুইনাইন খাওয়াইবে। শরীরে জ্বর অতি অলপ অর্থাৎ মাধুর্য্য থাকিলে কিম্বা হইলে এক বারেতে আন্দাজ ছয় মাষা ওজনে ভেরেণ্ডার তৈলের জোলাপ খাওয়াইবে, তাহাতে
পাতা:চিকিৎসাসার.djvu/১৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।