পাতা:চিকিৎসাসার.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》98 কোষ্ঠ পরিষ্কার হইবে, এবং জ্বরও আরাম হইতে পারিবে । পীলের বিবরণ। জ্বরের সঙ্গে পীলেও কখন ২ বৃদ্ধি হইয়া থাকে। লক্ষণ । বাম দিগের পাজরের হাড়ের নীচে পীলে ফুলিয়া উঠে; বেদন হয় ; সেই স্থানে হস্ত দিয়া টিপিলে গোলাকৃতি এবং কিঞ্চিৎ লম্বাকার একটা মাংসপিণ্ডের ন্যায় বোধ হয় ; আOজিহ্বা এবং চক্ষু শুকবর্ণ হয়, শরীর দুর্বল হয়; ক্ষুধা হয় না ; শরীরে সৰ্ব্বদা অলপ জ্বর থাকে। উপায় । হিরাকস . . . . . . . . . . ১ রতি রেউচিনি . . . . . . . . . . ১ ঐ গোলমরিচ . . . . . . . . . . ১ ঐ দালচিনি . . . . . . . . . . ১ ঐ ಕಿ · · · · · · · · · · · · » à এই কএক দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া উত্তমৰূপে চুৰ্ণ করিয়া তাহাকে ছয় ভাগ করিবে, পরে প্রত্যহ তিন সন্ধ্যায় তিন ভাগ খাওয়াইবে। যদিস্যাৎ কুইনাইন পাওয়া যায়, তবে তাহার সঙ্গে এক রতি হিসাবে খাওয়াইবে। যদি না পাওয়া যায়, তবে