পাতা:চিকিৎসাসার.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}S{ চিরতার জল এক বারে তিন মাষা ওজনে, দিবসের মধ্যে দুই সন্ধ্যাতে ছয় মাষা, আরাম হওন পর্য্যন্ত খাওয়াইবে। অন্য উপায় । শরীরে জ্বর থাকন কালীন অধঃস্থ ঔষধ খাওয়াইবে । সফেদ সম্বল ० ० ० • • • • • २ <TYव्र সাবান • • • • • • • • • • ৩ মাষী এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ৩০ ত্ৰিশটা গুলি প্রস্তুত করিয়া একটী ২ খাওয়াইবে ; ইহাতে জ্বর ত্যাগ হইলে পরে অধঃস্থ ঔষধ খাওয়াইবে । মুসৰ্ব্বর • • • • • • • • • • ২ মাষা কুইনাইন . . . . . . . . . . ২ ঐ জাঙ্গিহরীতকী . . . . . . . . ২ ঐ এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ২০ কুড়িট বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ সন্ধ্যার সময়ে একটী ২ খাওয়াইবে । বালক যদিস্যাৎ দুৰ্ব্বল না হইয়া হৃষ্ট পুষ্ট হইয়া সজোর থাকে, তবে ঐ ঔষধ সেবন করাইবার পূৰ্ব্বে ঐ পলের উপরে চারিট অথবা পাচটা জোক বসাইবে ; কখন ২ তাহাতেও আরাম হইতে পারে ।