এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
» ፃse পেট কামড়ানি রোগ । চিহ্ন । বালকেরা অতিশয় ক্রন্দন করে, কখন ২ অকস্মাৎ রোদন করে ; আর শয়ন কালীন কখন ছটফট করে, এবং চীৎকার শব্দ করে । কারণ । দুৰ্জ্জর দ্রব্যাদি ভক্ষণ করিলে উক্ত রোগ উৎ পন্ন হয়। উপায় । মেীরি . . . . . . . . . . ১ রতিকে চুৰ্ণ করিয়া খাওয়াইবে, কিম্বা মেরির আরখ কিম্বা পিপরমেণ্ট আন্দাজ চারি কিম্বা পাচ ফেণটাকে কিঞ্চিৎ জলেতে মিশাইয়া খাওয়াইবে । ঐ প্রকারে আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ দুই তিন বার খাওয়াইবে । আর যদিস্যাৎ পেট অতিশয় কামড়াইয়া অসুখ ৰোধ হয়, কিম্বা পেটেতে অনেক ময়লা জমা হইয়াছে এমত বোধ হয়, তবে ছয় মাষা ওজনে ভেরেও তৈল খাওয়াইবে ; ইহাতে কোষ্ঠ পরিষ্কার হইবে, এবং পেটও পরিষ্কার হইবে। 3