পাতা:চিকিৎসাসার.djvu/২০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ উপকার ও ওজন । পূৰ্ব্ব মত। এক কিম্বা দুই ফোটা করিয়া ব্যবহার করিবে । দালচিনির জল । দালচিনি . . . . . . . . . 1০ পেশয়া ঐ দালচিনি চুর্ণ করিয়া ঐ জলেতে এক দিবস ভিজাইর রাখিবে, পরে ছাকিয়া লইয়) ছুই তোলা করিয়া ব্যবহার করিবে । উপকার । পেট কামড়াইলে ঐ ঔষধ বড় উপকারী হয়, ও তাহাতে অন্য ২ ঔষধ মিশ্ৰিত করিয়া খাওয়াইবে। জামালগোটার বীজ । চিহ্ন । এক বৃক্ষের ফল, অতিশয় ঘৃণাযুক্ত । উপকার । কোষ্ঠ পরিষ্কার হয়। ওজন । দুই ধান কিম্বা একচির বীজের অৰ্দ্ধেক লইয়া তাহাতে ৯কিঞ্চিৎ লঙ্কামরিচ কিম্বা খয়ের মিশিত করিয়া খাওয়াইবে।