এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२०♚ উপকার । ক্ষুধা জন্মায়, পলীহা কিম্ব কলিজা বড় হইলে খাওয়াইতে হয়। আর কোন স্থানে মুতন বন্ধ রক্ত জমা হইলে তাহার উপরে মাৰ্জ্জন করিলে সে রক্ত খেলিয়া যায়। আর মন্তক ব্যথা করিলে ঐ দ্রব্যকে নস্য করিলে কিম্বা মস্তকেতে মার্জন করিলে তাহা ছাড়িয়া যায় । ক্রিয়ুসোত । জন্ম । धूञश्रेष्ठ তৈয়ারি হয়। চিহ্ন । সরিষার তৈলের ন্যায়, কিম্বা বাণ্ডি সরাপের ন্যায়; গন্ধ গরম ; জাস্বাদন বড় কাল ; থাইলে মুখ জ্বালা করে। - উপকার। দন্ত পচিলে ঐ ঔষধকে ভুলার উপরে লাগাইয়া দম্ভের মুলেতে বসাইয়া দিলে তাহার বেদনা আরাম হয় ; ও পোলটীসেতে দেওয়া যায়; আর পচা ও পোড়া ঘাকে পরিষ্কার করে । আর দন্তে লাগাইবার সময়ে পাছে মুখে লাগে, এই ভয়ে অতিশয় সাবধান পুৰ্ব্বক লাগাইৰে ।