পাতা:চিকিৎসাসার.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Pゾー রেউচিনি ও সাবান মিশ্রিত বটিকা। রেউচিনি • • • • • • • • • • ৪ ভাগ এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ২।• রতি ওজনে এক ২ বটিকা তৈয়ারি করিয়া এক বারেতে তিনটীর হিসাবে খাওয়াইবে । উপকার। কাহিল ব্যক্তির উদর পরিষ্কার রাখিবার জন্য চাল হয়। প্রত্যহ রাত্রিযোগে ছুইটীর হিসাবে খাওয়াইলে পেট সর্বদা পরিষ্কার থাকিবে । রেউচিনি ও মুসদ্বর বটিকা। রেউচিনি • • • • • • • • • • ২ ভাগ মুসরর • • • • • • • • • • ২ ঐ এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ২। রতি ওজনে এক ২ বটিকা তৈয়ারি করিৱে । ওজন । প্রত্যহ রাত্রিযোগে ছুইটী কিম্বা তিনটীর হিসাবে খাওয়াইৰুে। উপকার । মন্দাগ্নি রোগির পেট পরিষ্কার করিবার জন্যে খাওয়াইতে হয়। -