নিকটহইতে ঘাড়ের গাইট পৰ্য্যন্ত বামে ও দক্ষিণে উক্ত মগজ সমানৰূপে দুই ভাগ হইয়া আছে। মগজ অতিশয় চিকন ও কোমল এবং শুক্লবৰ্ণ বস্তু। আর তাহার মধ্যে অতি অলপ রক্ত গমনাগমন করে। অার মগজের মধ্যে মনের বাসস্থান আছে, মগজহইতে ইন্দ্রিয়তার সমুহ উৎপন্ন হইয়া সকল শরীরে প্রচলিত হয়। মুখের বিবরণ। মুখের মধ্যে জিহা ও ক্ষুদ্র জিহ্বা ও তালুক এবং টুটি আছে। এই সকলের উপরে রসোৎ পাদক এক প্রকার চৰ্ম্ম আচ্ছাদিত আছে, যাহণহইতে লাল ইত্যাদির উদ্ভব হয়। এবং ঐ চৰ্ম্ম থাকা প্রযুক্ত উপরি লিখিত বস্তু সকল সৰ্ব্বদা ভিজা থাকে। আর তাহার মধ্যে অধিক রক্ত গমনাগমন করে। এবং খাদ্য দ্রব্যাদির আস্বাদন বুঝিবার জন্যে তাহণর চতুদিগে বহু ইন্দ্রিয়তার ব্যাপ্ত হইয়া আছে। আর নাসিকারন্ধের ও জিহবার গোড়ায় এই উভয় স্থানের মধ্যে একটি পরদা আছে, যাহা থাকা প্রযুক্ত খাদ্য দ্রব্যাদি নাসিকারন্ধের মধ্যে প্রবেশ হইতে পারে না, কারণ ঐ পরদার নীচেতে টুটির নিকটে একটি ক্ষুদ্র জিহা আছে ; অাহারাদি গিলিবার
পাতা:চিকিৎসাসার.djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।