পাতা:চিকিৎসাসার.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ま〉s এই তিন দ্রব্যকে একত্র মিশিত করিয়া সাত দিবস পৰ্য্যন্ত কাকবদ্ধ করিয়া রাখিবে, কিন্তু প্রত্যহ এক ২ বার তাহাকে লাড়িয়া দিবে, পরে ছাকিয়া লইয়। প্রত্যহ ৩০ রতিহইতে ৬০ রতি পর্য্যন্ত খাওয়াইবে । উপকার । উক্ত অনুসারে সকলি, বিশেষতঃ ঘায়েতে লাগাইলে অতি উত্তম হয়। তেঁতুল । উপকার। ঠণও ; জোলাপের সঙ্গে দেওয়া যায় । জ্বরের সময়ে পিপাসা হইলে তাহাকে জলেতে গুলিয়া সেই জল খাওয়াইলে পিপাসা বন্ধ হয়। সোণামুখির পাতা। এক বৃক্ষের পাতা । উপকার । কোষ্ঠ পরিস্কার করে । ওয়াইন কোলচিকম । ওয়াইন কোলচিকম. . . . . . ২০ টোপা ङळ e e s a e e e ৩০ রতি এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া একেবারে খাওয়াইবে । দান্ত কিম্বা বমি হওন পৰ্য্যন্ত তিন কিম্বা চারি বার ঐ ওজনে খাওয়াইবে ।