পাতা:চিকিৎসাসার.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ २ ॐ উপকার । পূৰ্ব্ব মত । মুরিয়াটিক আসিড। উপকার। বলিষ্ঠ করে, বিশেষতঃ কলিজাকে বলিষ্ঠ করে। মূরিয়াটিক আসিডের আরখ। মুরিয়াটিক আসিড . . . . ২ তোলা জল • • • • • • v১০ ছটাক এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যেক বারেতে ৫ রতি অবধি ১০ রতি পর্য্যন্ত লইয়া তাহাতে কিঞ্চিৎ জল কিম্বা চিরতার জল মিশাইয়া দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে । মুরিয়াটিক আসিডের আরখ . . ৩০ রতি মধু- • • • • • • • • • • ২ তোলা এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া মুখের ঘায়েতে লাগাইলে সে ঘা আরাম হইবে । মুরিএট আক আমোনিয়া; নিশাদল। চিহ্ন। শ্বেত প্রস্তরের ন্যায়, খণ্ড ২, গন্ধ নাই, আস্বাদনমাত্র করিলে কৰা বোধ হয় । X