এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৩৬ জালাপ ও ক্রীমতান্তর মিশ্রিত চুর্ণ। জালাপ • • • • • • • • • • ১০ ভাগ ক্রীমতীৰ্ত্তর . . . . . . . . ২০ ঐ গেম্বুজ - e G > લેિ এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া তাহাতে কিঞ্চিৎ জল মিশাইয়া এক বারে খাওয়াইবে। উপকার । - জলোদরি রোগিকে এই ঔষধ খাওয়াইতে হয়, তাহাতে কোষ্ঠ পরিষ্কার হয়, এবং প্রস্রাব নির্গত হয়। মেমিসি ও তাত্তর ইমেটিক মিশ্রিত চূর্ণ। মেক্সিসি • • • • • • • • • • ২ তোলা তাৰ্ভর ইমেটিক . . . . ১ ধান জল . . U০ ছটাক এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া এক বারে খাওয়াইবে । r উপকার । পেট পরিষ্কার হয়, ও ঘাম নির্গত হয়, আর কোন প্রকার জ্বর হইলে এই ঔষধে উপকার হয়। - জলবৎ জোলাপ | ভেরেণ্ডার তৈল • • • • • • ২ তোলাকে এক বারে খাওয়াইবে। এ ঔষধ পেটেতে পড়িলেই পেট পরিষ্কার হয়।