পাতা:চিকিৎসাসার.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o চক্ষুর বিবরণ। . চক্ষুর আকৃতি অণ্ডের ন্যায় গোলাকার। ঐ চক্ষু শিরার দ্বারা নিজ কোটরের মধ্যে টাঙ্গন আছে, আর ঐ চক্ষুকে ঘুরাইবার জন্যে ছয়টা শিরা আছে। উৰ্দ্ধে ও অধো এবং পার্শ্বে দৃষ্টি করিবার জন্যে চারিট, এবং টেরচ দৃষ্টি করিবার জন্যে দুইটা, এই প্রকারে ছয়ট । উক্ত চারিট শিরা চক্ষুর চতুৰ্দ্দিগের কিনারাহইতে কোটরের হাড়ের পৃষ্ঠদেশেতে লয় হইয়া আছে, তাছাদ্ধারা চক্ষু উৰ্দ্ধে ও অধো এবং পাশ্ব প্রতি দৃষ্টি করিতে পারে। উৰ্দ্ধেদৃষ্টি করিবার মানস হইলে উপরের শিরা আপন ইচ্ছায় উৰ্দ্ধপানে খেচিয়া লইবাতে চক্ষু উপর পানে ফিরে । এবং অধোদুষ্টি করিবার মানস করিলে নীচের শিরা আপন ইচ্ছায় নীচে পানে খেচিয়া লইবাতে চক্ষু নীচু পানে ফিরে । এই প্রকারে পাশ্ব প্রতি দৃষ্টি করিবার মানস করিলে পাশ্বের শিরা উক্ত মতে খেচিয় লইবাতে বামে ও দক্ষিণে চক্ষু ফিরে। টেরচ দৃষ্টি করিবার জন্যে আর দুইটি শিরা আছে, যাহার প্রথমটি ঐ চক্ষুর দক্ষিণ দিগের কোণের কিনারাহইতে উক্ত হাড়ের পৃষ্ঠদেশে লয় হইয়া আছে, অন্যটি বাম দিগের কোণের কিনারাহইতে উক্ত হাড়ের পৃষ্ঠদেশে লগ্ন হইয়া আছে। কিন্তু কপালের মধ্যস্থান প্রতি দৃষ্টি করিবার মানস হইলে বাম দিগের কোণের