পাতা:চিকিৎসাসার.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ 8 २. ডিজিটেলিস ! উপকার । অন্তঃকরণ সংক্ষেপ করে, এই জন্য অন্তঃকরণ বৃদ্ধি হইলে ও এই প্রকারের কত ২ রোগেতে দেওয়া যায়। আর প্রস্রাব অধিক করায়, এই হেতু প্রস্রাব কম হইলে দেওয়া যায় । এবং জলোদরী রোগেতে শরীর কাহিল হইলে দেওয়া যায়। ওজন । এক বারেতে দুই ধান ওজনে দিবসের মধ্যে চারি কিম্বা পাচ বার খাওয়াইবে। আর উদর যেন সৰ্ব্বদা পরিষ্কার থাকে, এই জন্যে চারি পাচ দিবসান্তর একটী ২ জোলাপ খাওয়াইবে। আর যদি স্যাৎ ঐ ঔষধ অধিক খাইবাতে নাড়ী আটক হয়, কিম্বা অতি আস্তে চলে, তবে তাহ খাওয়া দুই দিবস পর্য্যন্ত বন্ধ করিবে, পরে ব্যবহার করিবে । ডিজিটেলিস টাঙ্কচর । ডিজিটেলিস চুৰ্ণ .. . . .. vo ছটাক আলকোহল . . . . . . ১ সের এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া সাত দিবস পৰ্য্যন্ত কাকবদ্ধ করিয়া রাখিবে, পরে ছাকিয়া লইয়া এক বারেতে দশ টোপা হিসাবে দিবসের মধ্যে চারি পাচ বার খাওয়াইবে।