পাতা:চিকিৎসাসার.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२.8 8 ওজন । এক বারেতে এক ধানহইতে দুই ধান পৰ্য্যন্ত দিবসের মধ্যে দুই তিন বার খাওয়াইবে। কেপ্‌সিকম টাঙ্কচর। লঙ্কামরিচের চুর্ণ . . . . . . 2১০ ছটাক আলকোহল • • • • • • • • ১ সের এই চুর্ণকে সাত দিবস পর্যন্ত ঐ মদিরাতে ভিজাইয়। রাখিবে, পরে ছাকিয়া লইয়া ব্যবহার করিবে । - উপকার । উক্ত অনুসারে সকলি, কিন্তু চৰ্ম্মের উপরে লাগাইতে হয়, এবং মালিস করণার্থে তৈলের সঙ্গে মিশ্রিত হয় । ষ্ট্রেমোনিয়ম ; থুতুরা। উপকার । বেদন নাশ করে, শিরঃপীড়া নাশ করে, আফিমের ন্যায় নেশা জন্মায় ; বাত হইলে কিম্বা ইন্দ্রিয়তার ক্ষত হইলে ঐ ঔষধ খাওয়াইতে ও লাগাইতে হয়। পাগল হইলে ঐ ঔষধ খাওয়াইলে কিঞ্চিৎ হ্রাস হয় ; ও শ্বাসকাসেতে তামাকের সঙ্গে মিশ্ৰিত করিয়া তাহার ধুম খাওয়াইলে ভাল হয়। ঘোলা পড়িলে তাহা কাটিবার সময়ে চক্ষুর পাতার উপরে লাগাইলে চক্ষুর তারা বড় হয়।