এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫২ ওজন । এক বারেতে ১০ দশ রতি ওজনে দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে। মৌরির আরখ। চিহ্ন । তৈলের ন্যায়, তাহার গন্ধ ও আস্বাদন মেরির ন্যায় । ওজন । ৫ টোপাহইতে ১৫ টোপা পৰ্য্যন্ত ব্যবহার করবে। উপকার । উক্ত অনুসারে সকলি। হিঙ্গু। জন্ম। এক বৃক্ষের আঠা । চিহ্ন । অম্প হরিদ্রাবর্ণ, তাহার গন্ধ ও আস্বাদন পেয়াজের ন্যায় গরম। উপকার । বলদায়ক। আর শিরঃপীড়া কিম্বা কাস হইলে এবং গর্ভের রোগাদিতে দেওয়া যায়।