এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৫৩ এই চুর্ণকে অষ্টাঙ্ক পর্যন্ত ঐ মদিরাতে ভিজাইয়। রাখিবে, পরে ছকিয়া লইয়া এক বারেতে ৩০ রতি ওজনে দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে । উপকার । বলিষ্ঠ করে। কুইনাইন l জন্ম । বাকহইতে তৈয়ারি হয়। তাস্বাদন বড় তিক্ত । উপকার । বলিষ্ঠ করে, পলীহা নাশ করে, এবং শরীর দুৰ্ব্বল হইলে ও পালাজ্বর হইলে দেওয়া যায়। ওজন । দুৰ্ব্বলতা শুধরাইবার জন্য এক বারেতে এক ধান ওজনে দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে। আর পালাজ্বর আরাম হইবার জন্য এক বারেতে ২।০ রতি ওজনে দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে । জৈতুন তৈল । জন্ম । জিত বৃক্ষের ফলহইতে নিঙ্গড়াইলে হয়। - চিহ্ন | অলপ হরিদ্রাবর্ণ; আস্বাদন অলপ মিষ্ট।