পাতা:চিকিৎসাসার.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ ৮ উপকার। . অধিক খাইলে মাথা ব্যথা করে। আর মগজ ও ইন্দ্রিয়তারেতে ক্ষত হইলে ও পক্ষাঘাত হইলে তাহা ব্যবহার করা যায়। ওজন । এক বারেতে দুই ধানহইতে ২৷৩ রতি পৰ্য্যন্ত দিবসের মধ্যে দুই বার খাওয়াইবে । কিন্তু এ ঔষধ বড় বিষণ্ডুল্য। - মেমিসি । চিহ্ন । শুক্লবৰ্ণ চূর্ণ অতিশয় হালকা। আস্বাদন খড়িমাটীর ন্যায় । জন্ম । পৰ্ব্বতীয় পাথরের মধ্যে উৎপন্ন হয়। ওজন | এক বারে ৫ রতিহইতে ৩০ রতি পর্য্যন্ত ব্যবহার করিবে । উপকার । অমু নাশ করে, কোষ্ঠ পরিষ্কার করে। বালকদিগকে খাওয়াইবার সময় তাহাতে অধিক রেউচিনি মিশ্ৰিত করিয়া ব্যবহার করবে।