পাতা:চিকিৎসাসার.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ সে অতিশয় কোমল ও নরম এবং তাহার বর্ণ কাচের ন্যায়। তাহার উপরে আলো পড়িলেই দৃশু হয়। চক্ষুর অগ্রভাগেতে অর্থাৎ যে স্থান কালোবর্ণ দৃশ্ব হইতেছে সেই স্থানেতে একটি ছোট কুঠরী আছে। ঐ কুঠরীর অগ্রভাগের উপরে অতিশয় পাতলা ও নিৰ্ম্মল একখানি চৰ্ম্ম আচ্ছাদিত আছে, এবং তাহার পশ্চাৎ ভাগেতেও ঐ প্রকার আর একখানি চৰ্ম্ম আছে । ঐ উভয় চৰ্ম্মপদার মধ্যেতে অর্থাৎ ঐ কুঠরীতে জল পূরিত আছে। ঐ কুঠরীর মধ্যেতে অতিশয় পাতলা ও নরম চৰ্ম্মের ন্যায় এক খানি পদ টাঙ্গন আছে। বিশেষ ২ মনুষ্যেতে তাহা কালো কিম্বা নীল কিম্বা ধূসরবর্ণ দৃপ্ত হয়, যাহাকে উপতার (iris) কহ যায়। ঐ পদার মধ্যস্থলেতে একটি ছিদ্র আছে, যাহাকে পুত্তলি (pupil) কহা যায়। ঐ ছিদ্রের দ্বারা উপতারার উভয় পাশ্বে ঐ জল গমনাগমন করিয়া তাহাকে সৰ্ব্বদা ভিজা রাখে। ঐ পুত্তলি সময়ানুসারে হাস ও বৃদ্ধি পায়। যথা অধিক আলো চক্ষুর উপরে পড়িলে সে ক্ষুদ্র হয়, এবং অল্প আলো পড়িলে ঐ পুত্তলি বড় হয়, তাহার কারণ অধিক আলো পড়িলে চক্ষুকে ক্লেশ দিবে, এই জন্যে পুত্তলি ক্ষুদ্র হয় ; এবং অন্ধকারে অধিক আলো না পাইলেও যেন দৃষ্টি হইতে পারে, এই জন্যে বহু আলো ধারণ করিবার নিমিত্তে বড়