পাতা:চিকিৎসাসার.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬২ সফেদা । চিহ্ন । সফেদ চুণের ন্যায়। জন্ম । যে ২ স্থানে সীসা জন্মে এমত নানা স্থানে সীসার সম্বলিত দেখা যায় । উপকার । কষা মলমের সঙ্গে মিশ্ৰিত করিয়া নানা প্রকার ঘায়েতে দেওয়া যায় । শুগর আৰু লেড। চিহ্ন । মোট চূৰ্ণ; শুক্লবৰ্ণ আস্বাদন মিষ্ট এবং কষা। জন্ম । শিরকা ও সীসাহইতে তৈয়ার হয়। উপকার । ভেদ ও নানা প্রকার রক্ত গমনেতে অর্থাৎ ফুসফুস হইতে কিম্বা নাসিকাহইতে কিম্বা গৰ্বহইতে রক্ত পতন হইলে দেওয় যায়। এবং জলের সহিত মিশিত করিয়া নানা প্রকার ঘায়েতে দেওয়া যায়, ও নান। প্রকার ফুলাতে দেওয়া যায়।