পাতা:চিকিৎসাসার.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৩ ওজন । এক বারেতে ১ রতিহইতে ৫ রতি পৰ্য্যন্ত লইয়া তাহাতে কিঞ্চিৎ জল কিম্বা শিরকা মিশ্ৰিত করিয়া দিবসের মধ্যে দুই কিম্বা তিন বার খাওয়াইবে। শূগর আবে লেড লেপ । শৃগর আবলেড চূর্ণ . . . ৬ রতি পরিস্কার মোম . . . . . . . y০ ছটাক জৈতুন কিম্বা নারিকেল তৈল .. ৪ ঐ এই তিন দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া অৰ্দ্ধ ঘণ্টা খল করিবে । উপকার । পোড়া ঘায়েতে কিম্বা ফোড়ার ঘায়েতে কিম্বা অন্য ২ নানা প্রকার ঘায়েতে বড় দরদ হইলে ইহা দিলে সে ঠাণ্ডা হয়। তান্তর ইমেটিক । উপকার । বমি হয়, ঘাম নির্গত হয়, কফ বাছির করে, কোষ্ঠ পরিষ্কার করে ; চৰ্ম্মের উপরে লাগাইলে স্ক হয়, আর জ্বর হইলে শরীরহইতে ঘাম নিৰ্গত হইবার জন্যে খাওয়াইতে হয়। ওজন | * রমি হইবার নিমিত্তে দুই ধানহইতে ১রতি পৰ্য্যন্ত