এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৮৪ ভেরেণ্ডার তৈল . . . . . . . . ১ তোল৷ এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ প্রাতঃকালে খাওয়াইবে । - উপকার । ইক্ষাতে কৃমি নষ্ট হইবে । ফোঙ্কাজনক ঔষধ । ফোঙ্কাজনক মাছির আরেথ । এই আরখ প্রস্তুত পাওয়া যায়। ইহাতে পাতলা কাপড় ভিজাইয়। ফোন্ধা করিবার স্থানে লাগাইয়া দিয়া তাহ যেন ভিজা থাকে, এই নিমিত্তে বারম্বার ঐ আরখ দিবে। তাহাতে সেই স্থানে ফোঙ্কা হইবে । অন্য ঔষধ । বাজিল . . . . . . . . . . 20 ছটাক শূকরের চর্বি • • • • • • • • V০ ঐ এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া গরম করিবে। কিঞ্চিৎ উষ্ণ থাকিতে ২ ফোঙ্কাজনক মাছি অৰ্দ্ধ ছটাক তাহাতে মিশ্রিত করবে। উপকার । শরীরের কোন স্থানে ফোস্কা করিতে মানস হইলে উক্ত ঔষধ প্রয়োজনানুসারে লাগাইবে।