২৮৫ তাৰ্ত্তর ইমেটিক পলাষ্টর। ষ্টিকিং পলাষ্টর আন্দাজ দুই বুরুলহইতে ছয় বুরুল পর্যন্ত লইয়া তাহার উপরে প্রয়োজনানুসারে কিঞ্চিৎ তার্তর ইমেটিক চুর্ণ করিয়া ছড়াইয়া দিবে। পরে ঐ চুর্ণ যেন তাহাতে মিশ্রিত হইয়া যায়, এই নিমিত্তে এক খানি ছুরি অথবা লোহা গরম করিয়া তাহার উপরে বুলাইবে । পরে তাহ ফোঙ্কা করিবার স্থানেতে লাগাইলে সে লাগিয়া রহিবে । তাহা দুই কিম্বা তিন ঘণ্টা পৰ্য্যন্ত রাখিলে একটা ক্ষুদ্র ফোস্কা হইবে, কিন্তু তাহা লাগাইবার পরে তিন কিম্বা চারি দিবসের মধ্যে সে ফোঙ্ক ক্রমে ফুলিয়া উঠিবে ; আর বহু দিবস পর্যন্ত রাখিলে ঘা হইবে। যদিস্যাৎ ঐ ফোস্কাকে বহু দিবস রাখিবার মানস কর, তবে ফোঙ্কা হইবার এক কিম্বা দুই দিবস পরে পলাষ্টর উঠাইয়া লইবে, তাহার ছই কিম্বা তিন দিবস পরে পুনরায় বসাইবে। উপকার । শরীরের কোন স্থানে অত্যন্ত দাহ হইলে ঐ ঔষধ দেওয়া যায়, আর মাথাব্যথা করিলে ঘাড়েতে, এবং ফুসফুসেতে বেদন হইলে বক্ষঃস্থলের উপরে লাগাইবে ; কিম্বা অন্তঃকরণ বড় হইতে আরম্ভ হইলে তাহার উপরে লাগাইৰে। এই প্রকার নানাবিধ রোগেতে এই ঔষধ ব্যবহার করিবে ।
পাতা:চিকিৎসাসার.djvu/৩০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।