পাতা:চিকিৎসাসার.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৫ তাৰ্ত্তর ইমেটিক পলাষ্টর। ষ্টিকিং পলাষ্টর আন্দাজ দুই বুরুলহইতে ছয় বুরুল পর্যন্ত লইয়া তাহার উপরে প্রয়োজনানুসারে কিঞ্চিৎ তার্তর ইমেটিক চুর্ণ করিয়া ছড়াইয়া দিবে। পরে ঐ চুর্ণ যেন তাহাতে মিশ্রিত হইয়া যায়, এই নিমিত্তে এক খানি ছুরি অথবা লোহা গরম করিয়া তাহার উপরে বুলাইবে । পরে তাহ ফোঙ্কা করিবার স্থানেতে লাগাইলে সে লাগিয়া রহিবে । তাহা দুই কিম্বা তিন ঘণ্টা পৰ্য্যন্ত রাখিলে একটা ক্ষুদ্র ফোস্কা হইবে, কিন্তু তাহা লাগাইবার পরে তিন কিম্বা চারি দিবসের মধ্যে সে ফোঙ্ক ক্রমে ফুলিয়া উঠিবে ; আর বহু দিবস পর্যন্ত রাখিলে ঘা হইবে। যদিস্যাৎ ঐ ফোস্কাকে বহু দিবস রাখিবার মানস কর, তবে ফোঙ্কা হইবার এক কিম্বা দুই দিবস পরে পলাষ্টর উঠাইয়া লইবে, তাহার ছই কিম্বা তিন দিবস পরে পুনরায় বসাইবে। উপকার । শরীরের কোন স্থানে অত্যন্ত দাহ হইলে ঐ ঔষধ দেওয়া যায়, আর মাথাব্যথা করিলে ঘাড়েতে, এবং ফুসফুসেতে বেদন হইলে বক্ষঃস্থলের উপরে লাগাইবে ; কিম্বা অন্তঃকরণ বড় হইতে আরম্ভ হইলে তাহার উপরে লাগাইৰে। এই প্রকার নানাবিধ রোগেতে এই ঔষধ ব্যবহার করিবে ।