১২ পারে, তাহার কারণ এই যে সেই বয়স হইলে স্থলমধ্যকাচ ক্রমে চেপট হইতে আরম্ভ করে ; এই জন্যে দৃষ্ট দ্রব্যহইতে যে কিরণ আসিয়া চক্ষুর ভিতরে প্রৰিষ্ট হয়, উক্ত কাচ চেন্ট হওয়া প্রযুক্ত ঐ কিরণ বিস্তীর্ণ হয়, এই জন্যে রেতাইনার উপরে ঠিক স্পষ্ট ৰূপে পড়িতে পারে না। কিন্তু মধ্যস্থলে মোট যে চসমা তাহা সেই সময়েতে ব্যবহার করিলে তাহার দ্বারা ঐ কিরণ যেমন যৌবনকালে তদ্রুপ সঙ্কুচিত হইয়া রেভ্যতাইনার উপরে পড়ে, তাহাতে পরিষ্কার ৰূপে দৃষ্টি হয়। কতক যুবা লোকেরা অধিক দূর পর্যন্ত দৃষ্টি করিতে পারে না, যেহেতুক তাহাদের স্থল মধ্যকাচ অথবা সমুদয় চক্ষু অতিশয় গোলাকার হইবাতে দৃষ্ট দ্রব্যের কিরণ রেতাইন। পৰ্য্যন্ত পোছিতে পারে না, কিন্তু মধ্যস্থলে পাতলা যে চসম তাহ যুবা লোকেরা ব্যবহার করিলে ঐ চসমার দ্বারা দৃষ্ট দ্রব্যের কিরণ কিঞ্চিৎ বিস্তীর্ণ হইয়া উক্ত কঁাচের ভিতর দিয়া রেতাইনা পৰ্য্যন্ত পৌছে ইহাতে পরিষ্কার রূপে দুর দৃষ্টি হয়। চক্ষুর পাতার বিবরণ । চক্ষুর দুইটি পাতা আছে, যাহার একটি উপরে ও অন্যটি নীচে। তাহাই চক্ষুকে আঘাতহইতে
পাতা:চিকিৎসাসার.djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।