ই ৯ই অাজারের পোলটাস । আtঙ্গীর • • • • . . . . . . ১ ভাগ ময়দা • • • • • • • • • • • • ১ ঐ এই দুই দ্রব্য একত্র মিশিত করিয়া গরম দুগ্ধ তাহাতে মিশাইয়া উক্ত অনুসারে পোলটস বানাইবে। উপকার । পচা ঘায়েতে দিলে তাহার দুর্গন্ধ নাশ ও পরিস্কার হয়। সিটন করিবার ধারা । অঙ্গুলির দ্বারা চৰ্ম্ম টানিয়া ধরিয়া তাহার নীচে ছিদ্র করিয়া মোটা স্থতলি কিম্বা ফিতা আন্দাজ ডেড় হাত লম্বা সিটনের দ্বারা তাহার ভিতরে গলাইয়া দিয়া তাহার দুই মুখকে একত্র করিয়া একটা গণইট দিবে, পরে যেন ঘা হয়, এই জন্যে রোজ ২ তাছ চালাইবে । আর ব্যাধি যাবৎ সুস্থ না হয়, অথবা সেই চৰ্ম্ম যাবৎ ছিড়িয়া না যায়, তাবৎ তাহা থাকিবে। যদিস্যাৎ কেবল স্থতাতে ঘা না হয়, তবে কিঞ্চিৎ পারার প্রলেপ ঐ স্থতাতে লাগাইয়া দিবে। উপকার । শরীরের .ভিতরে কোন স্থানে দাহ হইলে কিম্বা ব্যথা করিলে, কিম্বা মগজের রোগ হইলে উক্ত মত
পাতা:চিকিৎসাসার.djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।