లి সৰ্ব্বদা রক্ষা করে। এবং পাতা থাকা প্রযুক্ত অধিক । আলো অথবা কোন প্রকারের ক্ষুদ্র২ কটাদি চক্ষুতে প্রবেশ করিতে পারে না। আর ঐ পাতার ভিতরেক্তে জলোৎপাদক একখানি চৰ্ম্ম আস্তরের ন্যায় হইরা চক্ষুর গোলার উপর পদাচৰ্ম্মের সহিত লাগিয়া আছে, ও সে চৰ্ম্ম চক্ষুর পাতার সহিত চলাচল হইতেছে, যথা ঐ পাতা তুলিবার সময় ঐ চৰ্ম্ম পাতার সঙ্গে উঠে, এবং পাতা ফেলাইবার সময়ে তাহ গোলার চৰ্ম্মের উপরেতে লগ্ন হইয়া পড়ে। নেত্রজল উৎপন্ন করিবার জন্যে চক্ষুর গোলার উপরে ও পাতার নীচে ঐ সন্ধিস্থানেতে একটি পরুয়া আছে ও তাহাতে অনেক ক্ষুদ্র ২ ছিদ্র আছে; সেই ছিদ্রদিয়া ঐ পরুয়াহইতে জল নিৰ্গত হইয়া চক্ষুতে প্রবেশ করে। চক্ষুর কোণহইতে নাসিকারন্ধের ভিতর পর্যন্ত চুঙ্গীর ন্যায় অতি সুক্ষয় একটি ছিদ্র আছে, উক্ত পরুয়াতে অধিক জল জমা হইলে চক্ষুর কোণের ছিদ্রের দ্বারা ঐ জল নাসিকার ভিতরে প্রবেশ করিয়া নির্গত হয়। যেমত রোদন করিবার সময়ে অৰ্থৰ চক্ষুতে কোন আঘাত লাগিলে অধৰা কোন পোকা ইত্যাদি পড়িলে চক্ষু ও নাসিকাহইতে জল নিগত হয়, সেই প্রকারে উক্ত জল নিগর্ত হয়। আর চক্ষুর উভয় পাতার কিনারাতে অতিশয় ক্ষুদ্র ২ অনেক থৈলী আছে, যাহার মধ্যে এক প্রকার তৈল জমা হয়।
পাতা:চিকিৎসাসার.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।