পাতা:চিকিৎসাসার.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిe) এই তিন দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া ব্যবহার করিবে । - উপকার । উক্ত প্রকার। নেশাজনক ঔষধ। তিন প্রকার নেশা আছে। প্রথম, শরীরের রক্তের ধীর গতিকারী। দ্বিতীয়, বেদন দমনকারী। তৃতীয়, নিদ্রাজনক । প্রথম প্রকারের নিমিত্তে অলপ ঔষধ খাওয়াইবে; কিন্তু প্রয়োজনানুসারে বরাবর খাওয়াইবে । দ্বিতীয় প্রকারের নিমিত্তে ঔষধকে উক্ত ওজনহইতে কিঞ্চিৎ কম করিয়া খাওয়াইবে।

  • তৃতীয় প্রকারের জন্য জেয়াদা করিয়া খাওয়াইবে।

আফিমের বটিকা । আফিম • • • • • • • • • • ১.ভাগ সাবান • • • • • • • • • • • • ২ ঐ । এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া দুই রতি ওজনে এক ২ বটিকা তৈয়ার করিয়া প্রত্যহ একটী ২ খাওয়াইবে ।