পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి 3 ( দ্বারা পেটকে শক্ত করিয়া বান্ধিয়া দিবে। তাহা এক বারেতে যদিস্তাৎ আরাম না হয়, তবে পুনবার উক্ত অনুসারে জল বাহির করিয়া বান্ধিয়া দিবে, এই প্রকারে আরাম হওন পৰ্য্যন্ত বারম্বার জল বাহির করিবে। ” মস্তকে জল বৃদ্ধি হওন। মস্তকে জল জমা হইলে বৈদ্য চিকিৎসাদির দ্বারা যদিস্তাৎ আরাম না হয়, তবে নীচের লিখিত প্রকারে জল বাহির করিবে। প্রথমে তাহাকে চিত করিয়া শুরাইবে, পরে মস্তকের তালুকায় যে স্থানে ছুই দিগের জোড়ের মুখ একত্র যুক্ত হইয়াছে, অঙ্গুলির দ্বারা টিপিলে তাছা নরম বোধ হইবে। সেই স্থানেতে কোনউলার সম্বলিত টোকার বিন্ধিয়া অৰ্দ্ধ বুরুল অথবা এক বুরুল পৰ্য্যন্ত প্রবেশ করাইয়া দিবে; পরে ট্রোকারকে বাহির করিয়া লইবে, কেবল কেনিউলার ঐ ছিদ্রের মুখেতে লাগিয়া থাকিবে, ও তাহার দ্বারা জল বাহির হইলে পরে একটী পটী অথবা কাপড় জড়াইয়া মস্তককে উত্তমৰূপে শক্ত করিয়া কসিয়া বান্ধিয়া দিবে। পুনরায় যদিস্তাৎ জল জমা হয়, তবে উক্ত প্রকারে পুনৰ্ব্বার তাহ বাহির করিয়া পটী আদির দ্বারা বান্ধিয়া দিবে। আরাম হওন পৰ্য্যন্ত বারস্বার এই প্রকার করিবে ।