లి ( e সকল চৰ্ম্ম একত্র জড়িত হইয়া থাকে, আর চিমটার দ্বারা অথবা অন্য কোন প্রকারে খুলিতে পারা না যায়, তবে নীচের লিখিত প্রকারে চিরিতে হইবে t এক খানি সরু ও লম্বা ছুরির মুখেতে ছিটার ন্যায় কিঞ্চিৎ মোম লাগাইয় প্রস্রাব রন্ধের নিকট দিয়া লিঙ্গের মুখের আচ্ছাদনী চৰ্ম্মের নীচেতে প্রবেশ করাইয়া বরাবর ঘেরার মুল পৰ্য্যন্ত ঐ ছুরির মুখকে পৌছাইবে, পরে বাম হস্তের অঙ্গুলির দ্বারা ঐ ঘেরার মুলকে টিপিয়া ধরিয়া দক্ষিণ হস্তে ঐ ছুরিকে ঘুরাইয়া ধরিয়া জোর পূর্বক উপর পানে ঠেলিয়া দিলে তাহার মুখ সেই স্থানের চৰ্ম্ম ফুড়িয়া বাহির হইবে; পরে তাহার বাট ধরিয়া টানিয়া আনিলে ঐ চৰ্ম্ম চিরিয়া আসিবে। পরে ঐ চেরা চৰ্ম্মের দুই দিগের মুখ ধরিয়া খুলিয়া দিয়া তাহার ভিতরের ময়লাদিকে জলের দ্বারা উত্তমৰূপে ধৌত করিয়া ঐ চেরার মধ্যেতে কিঞ্চিৎ শুষ্ক তুলালাগ৮ ইয়া দিবে, পাছে ঐ চৰ্ম্ম পুনরায় একত্র জড়িত হয়। জলে পূর্ণ কোরণ্ড । অগুকৈাষের উপর ভাগে কখন ২ জল জমা হয়। চিত্ন । অণ্ডকোষের থলির এক পাশ্ব অথবা দুই পার্শ্ব ফুলিয়া উঠে, ও তাহা টিপিলে নরম বোধ হয়,
পাতা:চিকিৎসাসার.djvu/৩৬৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।