Σὰ স্কন্ধস্থি। স্কাপুল।। বাহুমূলের পশ্চাদ ভাগেতে অর্থাৎ স্কন্ধের পৃষ্ঠদেশেতে স্কাপুলা (scapula) নামে একখানি হাড় আছে। সে পাতলা, তাহার অধঃস্থ মুখ চোড়া ও উর্দু সহিত জড়িত হইয়াছে। ঐ হাড়ের উপরেতে কতক শিরা লগ্ন হইয়া আছে, যাহার দ্বারা হস্তকে পৃষ্ঠদেশ পানে ঘুরাণ যায়। আর উভয় হাড়ের মুখ একত্র যুক্ত হইলেই সেই স্থানে একটি অস্থির কুঠরী হয়, যাহাতে বাহুর অস্থি খেলিতেছে। নি তস্বাস্তি । উভয় নিতম্বের মধ্যে তিনখানি হাড় আছে (যাহাকে মূলদেশ কহ যায়)। তাহার প্রথমের হাড়খানা বড়, যাহর উর্দ্ধমুখের উপরে মেরুদণ্ড স্থাপিত হইয়াছে। সে হাড়ত্রিকোণ, তাহার উর্দুভাগ চোড়। ও অধোভাগ ক্রমে সরু হইয়া আসিয়াছে। সে হাড় লম্বা আন্দাজ ৮। ১০ বুরুল, ও তাহার উর্দুভাগ চোড়া আন্দাজ ও ছয় বুরুল হইবে। আর ঐ হাড়ের নীচেতে ক্ষদ২ দুই খানা হাড় আছে, সে হাড় গুহ্যদ্বারের নিকটে মালুম হইতেছে। ঐ হাড়ের যোড়ের মুখ নরম হইয়াছে, যেহেতু বসিবার সময়ে সে হাড় ৰেকল বাকা হয়, কিন্তু ভগ্ন হয় না ।
পাতা:চিকিৎসাসার.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।