পাতা:চিকিৎসাসার.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ৫২ এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া উপর লিখিত প্রকারে পিচকারি মারিবে । অন্য ঔষধ । তুতিয়া.. • • • • • • • • • • ১ রতি ফটকিরি ડ છે এই দুই দ্রব্য অৰ্দ্ধ ছটাক জলেতে মিশ্ৰিত করিয়া সেই জলকে উক্ত প্রকারে পিচকারি মারিবে। উক্ত ঔষধাদির গুণ এই যে ঐ ঔষধ তাহার ভিতরে প্রবেশ হইলে দাহ জন্মে। ঐ দাহের দ্বারা অণ্ডকোষের থলি বীচির আচ্ছাদনী চৰ্ম্মের সহিত একেবারে জড়িত হইয়া পূৰ্ব্বানুসারে অর্থাৎ সহজ শরীরে যেমত ছিল, সেই মত হয় ; তাহাতে পুনরায় জল জমা হইবার কোন সম্ভাবনা থাকে না। কিন্তু ঐ ঔষধ আদি দিবার পরে যে কএক দিন পর্য্যন্ত বেদনা থাকে, সেই সময়ে অণ্ডকোষকে উপর পানে তুলিয়া বান্ধিলে ভাল হইবে। কোষে অস্ত্র করিবার নিমিত্তে যদিস্যাৎ ট্রোকার না পাওয়া যায়, তবে কোন প্রকার অস্ত্রের দ্বারা তাহার অধোভাগেতে ছিদ্র করিয়া দিয়া একটী পলিতা লাগাইয়া দিলে ক্রমাগত তাহাহইতে জল নির্গত হইবে। এই প্রকার করিয়া দশ কিম্বা পোনের দিবস পর্য্যন্ত রাখিলে কখন ২ আরাম হইতে পারে।