পাতা:চিকিৎসাসার.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ৫ ৫ ও তাহাতে গুহ্যদ্বারের কোন চিকু দেখিতে পাওয়া যায় না। এমত চৰ্ম্ম কাটিতে ভরসা হয় না। .অস্ত্র গুহ্যদ্বারের ভিতরে যত দূর পর্যন্ত প্রবেশ করাইবার আবশ্ব্যক হইবে, ঠিক সোজাৰূপে তত দুর পর্যন্ত প্রবেশ করাইয়া চিরিয়া দিবে। পরে উদরহইতে মলাদি ঐ ছিদ্রের দ্বারা নির্গত হইবে। অৰুণর পরে যে পর্য্যন্ত ঐ ঘা শুষ্ক না হয়, তাবৎ ঐ চেরার মুখেতে কিঞ্চিৎ শুষ্ক তুলা লাগাইয়া রাখিবে। ইহাতে উক্ত বিষয় আরাম হইবে। নাকড়া। নাকড়ারোগ নাসিকাতে জেয়াদা হয়, আর অন্তরেতে ও গৰ্ত্তেতেও কখন ২ হয়। ঐ রোগ চৰ্ম্মহইতে একটা পেয়াজের কোষার ন্যায় বাহির হইয়া বুলিয়া পড়ে। তাহার উপরের চৰ্ম্ম শুক্লবৰ্ণ দৃশ্য হয়, এৰং নরম বোধ হয়, ও সহজে ছিড়িতে পারা যায়। কখন ২ তাহা আপনি খসিয়া পড়ে, কখন বা অস্ত্রদ্বারা বাহিরে টানিয়া আনিতে পারা যায়, আর কখন বা কাটিতে হয়। © একটা চেড়া মুখ কাচির দ্বারা ঐ বস্তুকে ধরিয়া য়া আনিবে। যদিস্যাৎ অত্যন্ত শক্ত হইয়া ষ ও ছিড়িতে না পারা যায়, তবে এক খানি ছুরি জখবা কাচির দ্বারা কাটিয়া দিবে, কিম্বা