২১ অধিক কাসি হয়, কারণ সেই সময়ে ফুসফুসেতে অনেক কফ জন্মায় ঐ কফকে নিগত করিবার নিমিত্তে কাসি হয়, ও তাহা হইলেই ক্রমে ২ ঐ বস্তু সকল নিগত হয়। আন্তঃকরণ । বক্ষঃস্থলের অগ্রভাগেতে উভয় ফুসফুসের মধ্যে অন্তঃকরণ অর্থাৎ রক্ত চালাইবার কল টাঙ্গন আছে। তাহার নীচের মুখ বাম দিগে কিঞ্চিৎ বক্র হইয়াছে। অন্তঃকরণ চারি ভাগেতে বিভক্ত হইয়াছে। উপরের দুই ভাগ ছোট ও নীচের দুই ভাগ বড়। তাহার অনুপ্রস্থ গোলাকার ও দৈর্ঘ্যে কিঞ্চিৎ লম্বাকার। তাহার উৰ্দ্ধ মুখ বড় ও নীচের মুখ ক্রমে ২ সরু হইয়া আগার ন্যায় হইয়া বামদিক পানে কিঞ্চিৎ বক্র হইয়া আসিয়াছে। ঐ আগা ধুক ২ করিবার সময়ে পাজরের হাড়ের নিকটে মালুম হইতেছে। কিন্তু অন্তঃকরণ সৰ্ব্বদাই ধুক ২ করিতেছে। সুস্থ মনুষ্যের অন্তঃকরণ এক মিনিটের মধ্যে প্রায় ৭০। ৮০ বার ধুক২ করে। অন্তঃকরণ মাংসময় ও ফাপা বস্তু, এবং শক্ত ও চিমড়া। সে যেন ফাটিতে না পারে, এই জন্যে তাহাকে দৃঢ় করিবার নিমিত্তে অনেক শিরার দ্বারা তাহার ভিতর বদ্ধ হইয়াছে। আর তাহার প্রত্যেক ভাগেতে এক ২ গহবর আছে, যাহাতে রক্ত জমা হয়। তাহার চতু
পাতা:চিকিৎসাসার.djvu/৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।