পাতা:চিকিৎসাসার.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ দিক মাংসময় চৰ্ম্মের এক খানি খাপের দ্বারা ঘেরিত হইয়াছে। ঐ খাপের মধ্যে অন্তঃকরণ বুলিতেছে। অন্তঃকরণকে আঘাতহইতে সৰ্ব্বদা রক্ষা করিবার জন্যে ঐ খাপের চৰ্ম্ম মোট ও মজবুত হইয়াছে। আর সেই খাপের মধ্যেতে জলের ন্যায় এক প্রকার দ্রব্য পূর্ণ আছে, যাহা থাকা প্রযুক্ত অন্তঃকরণ খেলিবার সময় ঘর্ষণের দ্বারা ক্ষয় পাইতে পারে না । অন্তঃকরণ গুরুতর কৰ্ম্মের জন্যে স্থাপিত ও নির্মিত হইয়াছে, যথা, অন্তঃকরণ • শরীরের সকল রক্তকে সৰ্ব্বদা চালাইতেছে। রক্তের চলাচল এই প্রকারে হইতেছে, যথা, প্রথমতঃ অন্তঃকরণের বাম দিগের বড় ভাগেতে রক্ত জমা হয়। ঐ ভাগ অাপন ইচ্ছায় সংকোচিত হওয়াতে সেই রক্ত প্রস্থাননাড়ীর দ্বারা সকল শরীরে ঠেলিয়া উঠে; পরে গ্রহণী নাড়ী সেই রক্তকে গ্রহণ করিয়া অন্তঃকরণের দক্ষিণ দিগের ছোট ভাগের মধ্যেতে প্রবেশ করায়। দক্ষিণ দিগের ঐ ভাগ আপন ইচ্ছায় সংকোচিত হওয়াতে ঐ রক্ত বাইল কবাটের দ্বারা সেই দিগের বড় ভাগের মধ্যে প্রবেশ করে, ও তাহার সংকোচদ্বারা ঐ রক্তকে ফুসফুসের ভিতরে ঠেলিয়া দেয়। ঐ রক্ত ফুসফুসের ভিতরে ছড়িয়া পড়িলে ও নিশ্বাসবায়ু তাহাতে লাগিলে রক্ত পরিষ্কার হয়। পরে সেই রক্ত একটি গ্রহণী নাড়ীর দ্বারা ঐ ফুসফুসহইতে নির্গত হইয়া