পাতা:চিকিৎসাসার.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ध्र তাহার দুই দিগের মুখ ছুই দিগের পাজরের নিকট পর্যন্ত বিস্তীর্ণ হইয়া আছে। তাহার অনুপ্রস্থ গোলাকার। আর তাহার বাম দিক মোটা ও দক্ষিণ দিক ক্রমে সরু হইয়া আসিয়াছে। এবং তাহার দুইটি মুখ আছে। উপরের মুখ বামদিগের পাজরের নীচে আছে, যাকাতে টুটীর নলী যুক্ত হইয়াছে। অন্য মুখ অর্থাৎ নীচের মুখ দক্ষিণ দিগের পাজরের নীচে আছে, তাহার সহিত আন্ত্রিক নামক নলী যুক্ত হইয়াছে। তাহার মধ্যে একটি বাইল কবাট আছে, যাহা থাকা প্রযুক্ত আন্ত্রিকের দ্রব্যাদি আমাশয়ের মধ্যেতে আসিতে পারে না, কিন্তু আমাশয়হইতে জীর্ণ দ্রব্যাদি অান্ত্রিকের মধ্যে যাইতে পারে, কিন্তু সে অজীর্ণ বস্তুকে যাইতে দেয় না । এবং আমাশয়ের শরীরহইতে ক্ষারময় এক প্রকার রস উৎপন্ন হইয়া খাদ্যদ্রব্যাদির সহিত মিশিত হইয় তাহাদিগকে জীর্ণ করে । অান্ত্রিক । উদরের মধ্যে চৰ্ম্মের একটি নলী আছে, যাহাকে আন্ত্রিক কহা যায়। সেই নলী বাক ২ হইয়া আমাশয়হইতে মেটিয়া পৰ্য্যন্ত পৌছিয়াছে, ও তাহাতে উদর পূর্ণ হইয়াছে।_ও সেই নলী লম্বা আন্দাজ ২০ কুড়ি হাত হইবেক । তাহার দুই ভাগ আছে, তাহার